ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে অনুষদের ৫০তম ব্যাচের ৭দিন ব্যাপী চিত্রপ্রদর্শনী আজ ৯ জানুয়ারী ২০১৭ সোমবার শুরু হয়েছে। ক্যাপ্টেইনস গ্রæপের সহায়তায় উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ই এইচ এম মতলুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অর্গান প্রপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান প্রিন্স। এছাড়াও ক্যাপ্টেইন্স গ্রæপের পক্ষে উপস্থিত ছিলেন স্বপ্নীল বিশ্বাস। ৫০তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন শামীম আকন্দ।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তার বক্তব্যে বলেন- তারুন্যের শক্তি অদম্য, তাই শিক্ষা-দীক্ষাসহ সবদিকেই তরুণদের সুশিক্ষিত করতে হবে। চারুকলার শিক্ষার্থী ও প্রাক্তন শিল্পীরা বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি নিয়ে কাজ করে দেশের শিল্পাঙ্গণকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাতে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যিক ইতিহাস ও সংস্কৃতির কারণেই বাংলাদেশের মানুষ সংস্কৃতিমষ্ক।
উদ্বোধনের পর উপাচার্য জয়নুল গ্যালারীতে প্রদর্শিত চিত্রকর্ম ও শিল্প প্রদর্শনী ঘুরে দেখেন।
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে অনুষদের ৫০তম ব্যাচের ৭দিন ব্যাপী চিত্রপ্রদর্শনী আজ ৯ জানুয়ারী ২০১৭ সোমবার শুরু হয়েছে। ক্যাপ্টেইনস গ্রæপের সহায়তায় উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনের পর উপাচার্য জয়নুল গ্যালারীতে প্রদর্শিত চিত্রকর্ম ও শিল্প প্রদর্শনী ঘুরে দেখেন। (ছবি: ঢাবি জনসংযোগ)