ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা-ভাষা সংক্ষিপ্ত-কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার সন্ধ্যায় ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ জন চীনা শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইফফত আরা নাসরীন মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপা চক্রবর্তী। কবি সুফিয়া কামাল হলের চীনা শিক্ষার্থীদের থাকার অভিজ্ঞতা বর্ননা করেন সিনিয়র আবাসিক শিক্ষক শামীম বানু। বাংলাদেশে চীনা শিক্ষার্থীদের অবস্থানকালীন অভিজ্ঞতা বাংলায় বর্ননা করেন একজন শিক্ষার্থী। তাছাড়া নৃত্যকলা বিভাগের সহায়তায় এই বিদেশী শিক্ষার্থীদের বাংলা কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।
উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে চীনা শিক্ষার্থীদের বাংলা কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনের প্রশংসা করে বলেন- ৪ মাসের সংক্ষিপ্ত সময়ে এত সুন্দর পরিবেশনা সত্যিই অভিভূত হওয়ার মতো। চীনের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যে কত উদ্যমী এটি তার প্রমাণ। নিজ দেশে গিয়ে তারা তাদের বন্ধুদের সাথে বাংলাদেশের অভিজ্ঞতা ও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার আহŸান জানান। উপাচার্য আরও বলেন, বাংলাদেশ ও চীন বন্ধু রাষ্ট্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের অনেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরণের কার্যক্রম চলমান আছে। সম্প্রতিক চীনা রাষ্ট্রপতির বাংলাদেশ ভ্রমন ও ‘কনফুসিয়াস সেন্টার’ উদ্বোধনের কথা স্মরণ করে উপাচার্য এই সম্পর্ক এবং কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের আবারও বাংলাদেশে বেড়াতে আসার আমন্ত্রণ জানান।
-----------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা-ভাষা সংক্ষিপ্ত-কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার সন্ধ্যায় ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫জন চীনা শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন। ছবিতে অতিথিদের সাথে সনদপত্রপ্রাপ্ত শিক্ষার্থীদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা-ভাষা সংক্ষিপ্ত-কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার সন্ধ্যায় ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫জন চীনা শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন। ছবিতে চীনা শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)