ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ১০জন মেধাবী শিক্ষার্থী ‘জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ ২৫ জানুয়ারী ২০১৭ বুধবার বিকেলে উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম কুমার সরকার, আবাসিক শিক্ষক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়–য়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিক্যাল অফিসার ডা. এ কে এম আব্দুর রহমান প্রমুখ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন- বৃত্তির টাকাটা বড় ব্যপার নয়, স্বতন্ত্রভাবে স্বীকৃতি পাওয়াটাই বড় কথা। অনেকগুলো বিষয়কে প্রাধান্য দিয়ে এটি নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে ট্রাস্ট ফান্ড-এর টাকা বৃদ্ধি পেলে মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির টাকার পরিমাণও বৃদ্ধি করা যাবে। উপাচার্য হলের ছাত্র হিসেবে জগন্নাথ হলের ইতিহাস ও ঐতিহ্য স্বরণ রেখে শিক্ষার্থীদের সমাজে ও রাষ্ট্রে নিজেদের ভূমিকা রাখার আহŸান জানান।
বৃত্তিপ্রাপ্তরা ছাত্র হলেন: তুলশী চন্দ্র দাস, বি.এস (সম্মান) ১ম বর্ষ, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট; অভিষেক হীরা, বি.এস.এস (সম্মান) ১ম বর্ষ, সমাজকল্যাণ ইনস্টিটিউট; লিপ্টন কুমার মন্ডল, বিবিএ (সম্মান) ১ম বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ; প্রশান্ত বালা, বি.এ (সম্মান) ১ম বর্ষ, ভাষাবিজ্ঞান বিভাগ;. মাধব কুমার, বি.এ (সম্মান) ১ম বর্ষ, সংস্কৃত বিভাগ; মনিলাল সাহা, বিবিএ (সম্মান) ১ম বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ; মাধব রায়, বি.এ (সম্মান) ১ম বর্ষ বাংলা বিভাগ; মানিক চন্দ্র দাস, বি.এ (সম্মান) ১ম বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ; জয়ন্ত মৃধা, এলএলবি ১ম বর্ষ, আইন বিভাগ এবং সবুজ কুমার, বিবিএ (সম্মান) ১ম বর্ষ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ১০জন মেধাবী শিক্ষার্থী ‘জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ ২৫ জানুয়ারী ২০১৭ বুধবার বিকেলে উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে
দেন। অতিথিদের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)