ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে মানুষ প্রতিনিয়ত এগিয়ে চলেছে উল্লেখ করে বলেছেন, এই অগ্রযাত্রার একমাত্র লক্ষ্য হওয়া উচিত মানব কল্যাণ। মানব কল্যাণ সাধনের লক্ষ্যেই বিশ্বব্যাপী নবজাগরণ প্রয়োজন। আজ ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে নাজমুল করিম স্টাডি সেন্টার আয়োজিত “নাজমুল করিম স্মারক বক্তৃতা” অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্ষ্ঠুানে “বাংলায় রেনেসাঁ” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. গোলাম মুরশিদ। স্বাগত বক্তব্য দেন নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নেহাল করিম।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করাসহ বিভিন্ন মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের সাম্প্রতিক নীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এ ধরনের নীতি মানব সভ্যতাকে পেছনের দিকে ঠেলে দেবে। এক দেশ থেকে আরেক দেশ অথবা এক মহাদেশ থেকে অন্য মহাদেশকে বিচ্ছিন্ন করার নীতি আধুনিক বিশ্বে কল্পনা করা যায়না।
উল্লেখ্য, ড. এ কে নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৮২ সালে তিনি ইন্তেকাল।
-------------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে নাজমুল করিম স্টাডি সেন্টার আয়োজিত “নাজমুল করিম স্মারক বক্তৃতা” অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন। (ছবি: ঢাবি জনসংযোগ)