ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত-এর মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ৫ ফেব্রæয়ারি ২০১৭ রবিবার এক শোকবাণীতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘এদেশের রাজনীতির ইতিহাসে সুরঞ্জিত সেনগুপ্ত এক অনন্য ব্যক্তিত্ব। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থেকে রাজনীতিকে নিয়েছিলেন ব্রত হিসেবে। তিনি শুধু একজন দক্ষ পার্লামেন্টারিয়ান ছিলেন না, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান প্রণয়ন ও অনুমোদনে রেখেছেন বিশেষ ভূমিকা। সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর অসামান্য অবদান দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।
উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৬ সালে সুনামগঞ্জের দিরাইয়ের আনোয়ারাপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে এলএলবি পাশের পর তিনি আইন পেশায় যুক্ত হন। প্রবীণ এই পার্লামেন্টারিয়ান দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত সুরঞ্জিত সেনগুপ্ত বর্তমান জাতীয় সংসদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।
উল্লেখ্য, আজ ভোর রাত ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়