ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে গত ২৭ নভেম্বর ২০১৭ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় রমেশ চন্দ্র মজুমদার আর্টস মিলনায়তনে ‘গদ্যরচনায় নজরুল-মানস’ শীর্ষক প্রথম আহমদ শরীফ অধ্যাপক চেয়ার বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্মারক বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহমদ শরীফ অধ্যাপক চেয়ার ড. সন্জীদা খাতুন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. বেগম আকতার কামাল। অনুষ্ঠানে এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান সহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং অধ্যাপক আহমদ শরীফের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক, গবেষক ও বিশিষ্ট প-িত ব্যক্তি অধ্যাপক আহমদ শরীফ এর পরিবারের উদ্যোগে এবছরই আহমদ শরীফ অধ্যাপক চেয়ার প্রতিষ্ঠা করা হয়। আহমদ শরীফ অধ্যাপক চেয়ার পদে নিয়োগপ্রাপ্ত হন ড. সন্জীদা খাতুন। আহমদ শরীফের কৃতি শিক্ষার্থীদের মধ্যে তিনি অন্যতম। তাঁর নিয়োগ পাওয়ার পর বিভাগ কর্তৃক প্রথমবারের মত এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হলো।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে গত ২৭ নভেম্বর ২০১৭ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় রমেশ চন্দ্র মজুমদার আর্টস মিলনায়তনে ‘গদ্যরচনায় নজরুল-মানস’ শীর্ষক প্রথম আহমদ শরীফ অধ্যাপক চেয়ার বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্মারক বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহমদ শরীফ অধ্যাপক চেয়ার ড. সন্জীদা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী। (ছবি: ঢাবি জনসংযোগ)