ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচন ঢাকার বাইরের ২৮টি কেন্দ্রে ভোট গ্রহণের মাধ্যমে আজ ৬ জানুয়ারি ২০১৮ শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বেলা ১:০০টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। যেসব কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা হলো : (১) শেরপুর সরকারী কলেজ, শেরপুর (২) নেত্রকোনা সরকারী কলেজ, নেত্রকোনা (৩) শরিয়তপুর সরকারী কলেজ, শরিয়তপুর, (৪) সরকারী বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ (৫) শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (৬) আগৈলঝরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, বরিশাল (৭) সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর (৮) বরগুনা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, বরগুনা (৯) ঝালকাঠি সরকারী কলেজ, ঝালকাঠি (১০) পটুয়াখালী সরকারী কলেজ, পটুয়াখালী (১১) বাউফল সরকারী কলেজ, পটুয়াখালী (১২) ভোলা সরকারী কলেজ, ভোলা (১৩) লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজ, লক্ষ্মীপুর (১৪) চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম (১৫) ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা (১৬) চাঁদপুর সরকারী কলেজ, চাঁদপুর (১৭) চৌমুহনী সরকারী এস এ কলেজ, নোয়াখালী (১৮) এম সি কলেজ, সিলেট (১৯) আযম খান সরকারী কমার্স কলেজ, খুলনা (২০) সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ, সাতক্ষীরা (২১) সরকারী মাইকেল মধুসূধন কলেজ, যশোর (২২) সরকারী ভিক্টোরিয়া কলেজ, নড়াইল (২৩) সরকারী কে সি কলেজ, ঝিনাইদহ (২৪) কুষ্টিয়া সরকারী কলেজ, কুষ্টিয়া (২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী (২৬) সরকারী আযিযুল হক কলেজ, বগুড়া (২৭) সরকারী কারমাইকেল কলেজ, রংপুর এবং (২৮) সরকারী এডওয়ার্ড কলেজ, পাবনা।
দ্বিতীয় পর্যায়ে আগামী ১৩ জানুয়ারি শনিবার ও ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার ঢাকার বাইরে এবং সর্বশেষ ২০ জানুয়ারি ২০১৮ শনিবার ঢাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ৪৬ (১৪) ধারা অনুযায়ী ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা ভোট প্রদান করতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার কার্ড পুলিং অফিসারের নিকট অর্পণ করতে হবে।
আগামী ২১ জানুয়ারি ২০১৮ রবিবার সকল কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
-------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়