ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS) বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবীন শিক্ষক, এম.ফিল./পিএইচ.ডি গবেষণায় আগ্রহী এবং তরুণ গবেষকদের জন্যে পঞ্চমবারের মতো তিন সপ্তাহব্যাপী Research Paradigms and Advanced Methodology in Arts and Social Sciences শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বনামধন্য ও অভিজ্ঞ গবেষকদের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হবে।
কোর্স আরম্ভের সম্ভাব্য সময় ২০ অক্টোবর - ১১ নভেম্বর, ২০১৯ প্রতি কর্মদিবসে দুপুর ২:০০ থেকে বিকাল ৫:১৫ পর্যন্ত CARASS ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সে Research Concept, Research Paradigms: Ontology, Epistemology, Literature Review, Data Collection Tools, Quantitative & Qualitative Methods, Mixed Research Approaches, Experimental Research, Action Research, Research Ethics, Research Report and Dissertation Writing, Referencing and Citation প্র্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
প্রশিক্ষণ ফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও গবেষকদের জন্যে: ৫০০০/- (পাঁচ হাজার) টাকা।
অন্যান্যদের জন্যে: ৭০০০/- (সাত হাজার) টাকা।
আপনার বিভাগ থেকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ৫অক্টোরর, ২০১৯ তারিখের মধ্যে নি¤œ ঠিকানায় যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হচ্ছে:
কাজী সামিও শীশ, সিনিয়র রিসার্চ ফেলো, কক্ষ নং ৩১১, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS), টিএসসি কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ই-মেইল:
CARASS অফিস, কক্ষ নং ৩০২, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (ঈঅজঅঝঝ), টিএসসি কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ই-মেইল: carass@du.ac.bd; http://www.carass.du.ac.bd/
আসন সংখ্যা সীমিত।
সম্মানান্তে
স্বা/-
(অধ্যাপক ড. আবদুল বাছির)
পরিচালক