উপর্যুক্ত বিষয়ে মহোদয়ের জ্ঞাতার্থে উল্লেখ করা যাচ্ছে যে, UNESCO কর্তৃক MAB Young Scientist Awards (YSA) 2021 এর জন্য বাংলাদেশ হতে দরখাস্ত আহবান করা হয়েছে। বর্ণিত পুরস্কারের জন্য মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর বয়স অবশ্যই ৩৫ বছরের নীচে হতে হবে এবং MAB Young Scientist Awards (YSA) 2021 এর নির্ধারিত আবেদন ফরমে (ইংরেজী অথবা ফেঞ্চ ভাষায়) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের মাধ্যমে আবেদন করতে হবে। Man and the Biosphere (MAB) Programme অথবা সম্ভব্য biosphere reserve সংক্রান্ত বিষয়ে যাঁদের গবেষণা ও প্রকল্প রয়েছে তাঁদের এ পুরস্কারের জন্য বিবেচেনার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। MAB Young Scientist Awards (YSA) 2021 সর্ম্পকিত যাবতীয় তথ্য ও আবেদন ফরম https://en.unesco.org/mab/awards#young-scientist-ওয়েব সাইটে পাওয়া যাবে। বাংলাদেশ হতে দুইজনের (লিঙ্গ সমতার ভিত্তিতে) মনোনয়ন প্রেরণ করা যাবে।
২। এমতাবস্থায় , উল্লিখিত পুরস্কারের জন্য উপযুক্ত একজন প্রার্থী মনোনীত করে নির্ধারিত আবেদন ফরম পূরণপূর্বক সকল কাগজপত্রের ইলেক্ট্রনিক কপি এবং হার্ড কপি (দুই সেট) আগামী ২৪ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দের মধ্যে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনে (১, জহির রায়হান রোড, পলাশী-নীলক্ষেত, ঢাকা-১২০৫) প্রেরণ করার নিমিত্ত সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিনীত অনুরোধ করা হলো।
জনাব মোঃ সোহেল ইমাম খান
ডেপুটি সেক্রেটারি জেনারেল
আগ্রহী প্রার্থীদেরকে উপরে উল্লেখিত ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ ও পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট প্রধানের মাধ্যমে আগামী ২১-১২-২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৩)
ঢাকা বিশ্ববিদ্যালয়