উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, প্রতি বছর ৯ ডিসেম্বর তারিখে দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদ্যাপন এবং ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় “নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে” সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচজন বাংলাদেশী মহিলাকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া পদক প্রদান করা হবে।
এমতাবস্থায়, ‘বেগম রোকেয়া পদকা (সংশোধিত) নীতিমালা ২০১৭’ মোতাবেক উল্লেখিত যেকোন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশী মহিলাকে পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক মনোনয়ন আগামী ৩১ জুলাই ২০২০ তারিখের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। এক্ষেত্রে সফট কপি ই-মেইলে: sasadmn2@gmail.com প্রেরণ করা যাবে। মনোনীত প্রাথীকে সংযুক্ত ‘ছক’ পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদনপত্র ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট (www.mowca.gov.bd) অথবা মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত এই ‘ছক’ ব্যতিত অন্য কোন ‘ছক’ এ আবেদন/মনোনয়ন গ্রহণ করা হবে না।
সংযুক্তি: ছক ও নীতিমালা।
(আফরোজা বেগম)
সহকারী সচিব
ফোন: ৯৫৪০২৪১
ফ্যাক্স: ৯৫৪০৮৯২
সংযুক্তি: ছক ও নীতিমালা।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন
‘বেগম রোকেয়া পদক ২০২০’এর জন্য প্রস্তাবিত ব্যক্তি সম্পর্কিত তথ্য ছক
বেগম রোকেয়া পদক (সংশোধিত) নীতিমালা -২০১৭