উচ্চশিক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য অবদানকে স্মরণীয় করে রাখার অভিপ্রায়ে ‘মুজিব জন্মশতবর্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলােশিপ' প্রবর্তন করেছে। দেশ-বিদেশের সকল বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটের সর্বনিম্ন ৫৫ (পঞ্চান্ন) এবং সর্বোচ্চ ৭০ (সত্তর) বছর বয়সের অধ্যাপকগণ উচ্চতর গবেষণার নিমিত্তে এ ফেলােশিপের জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য, প্রতি বছর ০১ (এক) জন অধ্যাপক এ ফেলােশিপের আওতায় গবেষণা করার সুযােগ পাবেন। এ বিষয়ে দরখাস্ত আহ্বান করে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রচার করা হবে এবং বিজ্ঞপ্তি প্রচারের অব্যবহিত পরেই ফেলােশিপসংক্রান্ত নীতিমালা, আবেদন ফরম ও তথ্য ছক ইউজিসি ওয়েবসাইটে (www.ugc.gov.bd) পাওয়া যাবে।
------------
স্বাক্ষরিত-
ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৩)
ঢাকা বিশ্ববিদ্যালয়