আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ২০১৮ সনের বি,এস (সম্মান) পরীক্ষায় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ২০১৯ সনের বি.এস (সম্মান) পরীক্ষায় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিষয়ে সর্বোচচ সিজিপিএ অর্জন করায় নিম্নোক্ত শিক্ষার্থীদের প্রত্যেককে এককালীন ১২,০০০/= (বার হাজার) টাকা করে ৬১ ইঞ্জিনিয়ার্স ক্লাব ট্রাস্ট ফান্ডের বৃত্তি মঞ্জুর করা হয়েছে।
১. Swapnil Sayan Saha
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
পরীক্ষার সন--২০১৮, পরীক্ষার রােল নং-১৪৯
জগন্নাথ হল
২. Sadit Bihongo Malitha
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ
পরীক্ষার সন-২০১৯, পরীক্ষার রােল নং-১২১৬
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল
বিঃ দ্রঃ পরবর্তী সময়ে কোনরূপ ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা যথাযথ সংশােধন সাপেক্ষে এই বৃত্তি মঞ্জুর করা হলাে।
...............
স্বাক্ষরিত-
ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা৪)
ঢাকা বিশ্ববিদ্যালয়