ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সনের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের উপর বৃত্তি প্রাপ্ত শুধুমাত্র কলা অনুষদের অধীনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর পূর্বে প্রকাশিত শিক্ষার্থীদের নামের তালিকা বাতিল করে নতুন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর ৩ জন শিক্ষার্থীর নাম বাতিল করা হয়েছে। তারা হলেন: ১। এ কে আসিফ উল আলম ২। ফারিয়া ফারাহ ফাতিমা রাত্রি ৩। মো: আবদুল কাদের সরকার। তাদের পরিবর্তে নতুন ৩জন শিক্ষার্থীর নাম অর্ন্তভুক্ত করা হয়েছে। তারা হলেন: ১। সৈয়দা অরণি তারান্নুম ২। সায়িদা সামিয়া ৩। তাছনীম জানান।
সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী Nishat Zareen (Roll: 5526, Hall: Fajilatunnessa Hujib)-নাম বাতিল করে একই বিভাগের শিক্ষার্থী Sharmishtha Sonalika Sarker (Roll: 5517, Reg: 2014-315-301, Hall: Ruqayyah,)-এর নাম অর্ন্তভুক্ত করা হলো।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েব সাইটে (https://studentscholarship.du.ac.bd) গিয়ে বাধ্যতামূলক অনলাইনে ২১/০৬/২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। যারা আবেদন করবেন না তাদের নাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা সম্ভব হবে না এবং বৃত্তির অর্থ ও দেয়া সম্ভব হবে না। বিস্তারিত নির্দেশনাবলী উক্ত ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।
-------------
স্বাক্ষরিত/-
(শিউলি আফছার)
ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৫)
ঢাকা বিশ্ববিদ্যালয়।
মূল বিজ্ঞপ্তি এবং শিক্ষার্থীদের তালিকা...