সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ঢাকাস্থ সুমিতমাে কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিঃ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর নিয়মিত ছাত্র-ছাত্রীদের মধ্যে (যারা ২০১৭ সনে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মধ্য থেকে ১০ (দশ) টি বৃত্তি মঞ্জুর করবে। বৃত্তির পরিমান বার্ষিক/এককালীন ৩০০(তিনশত) মার্কিন ডলারের সমপরিমান বাংলাদেশী টাকা। সদাচরণ, পড়াশুনা সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়নসাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযােগ্য। সুমিতমাে কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিঃ কর্তৃক ছাত্র-ছাত্রীদের বৃত্তি চুড়ান্ত ভাবে নির্বাচন করা হবে।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষ সম্মান শ্রেণীর আগ্রহী নিয়মিত (Regular) ছাত্র-ছাত্রীদের নিকট থেকে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিম্নলিখিত গ্রেড প্রাপ্ত ছাত্র-ছাত্রী বৃত্তির জন্য আবেদন করতে পারবে: (ক) এস.এস.সি ৪.৮০ (৪র্থ বিষয় বাদে) (খ) এইচ.এস.সি. ৪.৮০(৪র্থ বিষয় বাদে) সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীর পরিচয় পত্র দেখিয়ে নির্ধারিত আবেদন ফরম বৃত্তি শাখা থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব-স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউট-এর পরিচালক এবং হল প্রাধ্যক্ষ্যের স্বাক্ষর ও সীলমােহরসহ রেজিস্ট্রার দফতরের বৃত্তি শাখার ডেপুটি-রেজিস্ট্রার শিক্ষা-৫/কক্ষ নং-২০৮(ক)/এর নিকট ০৩-০৩-২০২১ তারিখের মধ্যে জমা দিতে হবে (ফরমের কপি সংযুক্ত)।
বৃত্তির শর্তাবলী
১। আবেদনকারী ছাত্র-ছাত্রীকে বাংলাদেশ নাগরিক হতে হবে।
২। আবেদনকারী লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়ােজন এই মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক ইংরেজীতে একটি প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
৩। ০৩-০৩-২০২১ তারিখে ছাত্র-ছাত্রীর বয়স ৩০(ত্রিশ) বছরের নিম্নে হতে হবে।
৪। সুমিতমাে কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিঃ এর বৃত্তির সমপরিমান অন্য কোন বেসরকারী বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির আবেদনের যােগ্য বিবেচনা হবে না।।
নির্ধারিত আবেদন ফরমে টাইপকৃত/হাতে পূরণ করে দরখাস্ত (১ কপি রঙিন ছবি ও নম্বর পত্রসহ) দুই সেট (এক কপি ফটোকপি) জমা দেয়ার শেষ তারিখ আগামী ০৩-০৩-২০২১।
----------------------
(শিউলি আফছার)
ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৫)
ঢাকা বিশ্ববিদ্যালয়।