ব্যাংক হতে কনজিউমার ক্রেডিট স্কীমের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ঋণ বিতরনের জন্য নিম্নে উল্লেখিত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:- (আবেদনের শেষ তারিখ-১২/১২/২০১৯ ইং)
১। আবেদনকারীর চাকুরী স্থায়ী হতে হবে এবং যাদের চাকুরীকাল ১০ বছরের কম তাদের ক্ষেত্রে ২ (দুই) জন গ্যারান্টারের প্রয়োজন হবে, যিনি ঋণ গ্রহীতার বিষয়ে দায়িত্ব নেবেন। গ্যারান্টারের চাকুরীকাল ঢাঃ বিঃ এ ১০ বছর পূর্ন হতে হবে এবং পর্যাপ্ত নীট বেতন থাকতে হবে।
২। কর্তনাদির পর মাসিক নীট বেতন ৫০% ঋণ হিসাবে মঞ্জুর করা হবে যা ৪৮ মাস বেতনের বেশী হবে না।
৩। আবেদন পত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত যাদের চাকুরীর বয়স ১০ বছরের কম তারা আবেদন পত্রের সাথে ৩০০ (তিনশত) টাকার নন-জুডিসিয়াল স্টাম্পে গ্যারান্টিপত্র জমা দিতে হবে।
৪। ঋণ গ্রহীতার মাসিক বেতন হতে ঋণের টাকা আদায় করা হবে ও ঋণের টাকা সুদসহ ৪৮ কিস্তিতে আদায় করা হবে।
৫। ঋণের টাকার মাসিক কর্তন কোন অবস্থাতেই বন্ধ করা যাবে না ও ঋণ আদায় বন্ধ করার জন্য কোন দরখাস্ত বিবেচনা করা হবে না।
৬। ঋণ পরিশোধের পূর্বে ঋণ গ্রহীতা যদি মৃত্যু বরণ করেন, চাকুরী হতে অবসর গ্রহণ করেন বা বেতন বন্ধ থাকে তবে ঋণের অবশিষ্ট টাকা সুদসহ তার পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইস্যুরেন্স, অন্যান্য পাওনা ও প্রযোজ্য ক্ষেত্রে গ্যারান্টারের বেতন হতে আদায় করা হবে।
৭। বিভিন্ন সরকারী ও বেসরকারী ব্যাংকের সাথে যোগাযোগ করে যে ব্যাংকের সুদের হার সর্বনিম্ন বিবেচিত হবে সে ব্যাংকের সাথে চুক্তি করা হবে। তবে ঋণের রক্ষনাবেক্ষণের জন্য ব্যাংকের সুদের সাথে আরও ০.৫০% সার্ভিস চার্জ আদায় করা হবে।
৮। ঋণ গ্রহণের পর যদি কেহ ছুটি নিয়ে বিদেশ গমন করেন সে ক্ষেত্রে বিদেশ গমনের পূর্বে বাধ্যতামূলক ভাবে সম্পূর্ণ ঋণ পরিশোধ করে যেতে হবে।
৯। হিসাব পরিচালকের দপ্তর কক্ষ নং-১২৩(ক) হতে আবেদন পত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে স্ব-স্ব অফিস প্রধানের মাধ্যমে আগামী ১১/১২/২০১১ ইং তারিখের মধ্যে হিসাব পরিচালক দপ্তরের ওয়ার্কস ও লোন শাখার ১১২৩(ক) নং কক্ষে পৌছাতে হবে। উক্ত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
১০। আবেদনপত্রের সাথে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্ব-স্ব বেতন স্লিপের শেষ মাসের ফটোকপি সংযুক্ত করতে হবে।
১১। লোনের কার্যক্রম চলা অবস্থায় ঋণ গ্রহীতার পদোন্নতি হলে তাঁর পদবী ও অন্যান্য তথ্য নিজ উদ্যেগে সংশোধন করে যেতে হবে।
উপ-হিসাব পরিচালক (লোন)
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তির মূল কপি দেখতে ক্লিক করুন...
ব্যাংক কনজিউমার লোন গ্রহণের আবেদনের ফরম (শিক্ষক/ অফিসারদের জন্য)
ব্যাংক কনজিউমার লোন গ্রহণের আবেদনের ফরম (কর্মচারীদের জন্য)