মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০, ২০১৮-২০১৯, ২০১৭-২০১৮ ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের বোর্ডবৃত্তি প্রাপ্ত এবং ২০১৭ ও ২০১৮ সনের অনার্স পরীক্ষার ফলাফলের উপর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যাদের Bounced Back (ব্যাংক একাউন্টের তথ্য ভুল)-এর কারণে বৃত্তির টাকা পায়নি (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত) তাদের তথ্য সংশোধন করতে হবে। সংযুক্ত ফাইলে উল্লেখিত সনের বোর্ড বৃত্তি এবং অনার্স বৃত্তি প্রাপ্ত Bounced Back-কৃত শিক্ষার্থীদের তালিকা দেয়া হলো।
সংযুক্ত তালিকা অনুযায়ী যে সকল শিক্ষার্থীদের ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বরসহ ব্যাংক সংক্রান্ত তথ্য শিক্ষার্থী কর্তৃক ভুলের (Bounced Back) কারণে বৃত্তির টাকা শিক্ষার্থীর ব্যাংক একাউন্টে জমা হয়নি (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত) সে সকল শিক্ষার্থীরা আগামী ২০/০১/২০২২ তারিখ (সকাল-৮:০০টা) থেকে ২৬/০১/২০২২ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বৃত্তির ওয়েব সাইটে (https://studentscholarship.du.ac.bd/) গিয়ে অনলাইনে তথ্য সংশোধন করতে পারবে। অনলাইনে তথ্য সংশোধনের বিস্তারিত নির্দেশনা উক্ত ওয়েব সাইটে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, উক্ত তারিখের মধ্যে সংশোধিত তথ্য নিভূর্লভাবে পূরণ না হলে শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবে না। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন দায়ভার গ্রহন করবে না। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় তথ্যসমূহ সতর্কতার সাথে অনলাইনে সংশোধন করার জন্য নির্দেশনা দেয়া হলো।
শিক্ষার্থীদের তথ্যের ভুল সংশোধনের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনাবলী অনুসরণীয়:
১। যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খোলা হলে তথ্যাদি সংশোধনের ক্ষেত্রে হিসাবধারীর নামের
স্থলে উভয়ের (যদি জয়েন্ট একাউন্ট কারো থাকে অবশ্যই যৌথ নাম ব্যাংকে যেভাবে আছে হুবুহু ঐ নাম
দিতে হবে) নাম এন্ট্রি করতে হবে।
২। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।
৩। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ
করতে হবে।
৪। ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
৫। ব্যাংক হিসাবটি বর্তমানে সচল (Active) থাকতে হবে।
অনলাইনে তথ্য সংশোধন সংক্রান্ত সমস্যা হলে যোগাযোগের জন্য- ০১৫৭১২৯৭৩৪২।
বি:দ্র: সংযুক্ত তালিকায় যে সকল শিক্ষার্থীদের নাম আছে শুধুমাত্র তারাই তথ্য সংশোধন করবেন। অন্যরা
যারা টাকা পায়নি (Bounced Back ব্যতীত) তাদের তথ্য সংশোধন/আপডেট-এর জন্য পরবর্তীতে
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।