উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানাে যাচ্ছে যে, যে সকল শিক্ষক গবেষণা কাজ করতে আগ্রহী তাঁদেরকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সংযুক্ত ছক অনুযায়ী ০৩ (তিন) কপি প্রকল্প প্রস্তাব আগামী ০৮-১১-২০২০ তারিখের মধ্যে স্ব স্ব বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৩) রেজিস্ট্রারের অফিসে প্রেরণের জন্য অনুরােধ করা হলাে। উল্লেখ্য, প্রকল্প পরিচালককে গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়নের জন্য ০৩(তিন)জন মূল্যায়নকারীর নাম ও ঠিকানা স্পষ্টাক্ষরে লিখতে হবে।
প্রকল্পের মেয়াদ সর্বোচ্চ ০১(এক) বছর এবং বাজেটের অর্থ সর্বোচ্চ টাঃ ৩,০০,০০০/- (তিন লক্ষ) মাত্র-এর মধ্যে হতে হবে। যে সকল শিক্ষকবৃন্দ ইতােপূর্বে গবেষণা মঞ্জুরী পেয়েছেন কিন্তু অদ্যাবধি চূড়ান্ত রিপাের্ট জমা দেন নাই, তাঁদের আবেদন বিবেচনা করা হবে না।
এছাড়াও গবেষণা প্রকল্পের পরিচালকগণকে জানানাে যাচ্ছে যে, প্রকল্পের অর্থ বরাদ্দের জন্য নির্ধারিত অর্থের পরিমান টাঃ ৩,০০,০০০/- (তিন লক্ষ) মাত্র এর উর্ধ্বে কেহ চাহিদা পেশ করলে সেই প্রকল্প প্রস্তাবগুলাে মূল্যায়ন করা হবে এবং অসম্পূর্ণ প্রকল্প প্রস্তাব অগ্রহণযােগ্য।
গবেষণা প্রকল্প প্রস্তাবের নির্ধারিত ছক ও নিয়মাবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
-----------------------
(মো. এনামউজ্জামান)
রেজিস্ট্রার
ঢাকা বিশ্ববিদ্যালয়
২. Guidelines for UGC Research Fund