ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের নবীন শিক্ষার্থীদের (২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫) বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের (২০১৮-২০১৯) সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সভাপতিত্ব করবেন সংস্কৃত বিভাগের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও কলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। নবীনবরণ ও বিদায়সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।