মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার সন্ধ্যায় ‘স্মৃতি চিরন্তন’ প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের প্রদীপ প্রজ্জ্বলন ও স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। স্মৃতিচারন করেন বুদ্ধিজীবী’র সন্তান তৌহিদ রেজা নূর।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী, ৩০ লক্ষ শহীদসহ জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, এই দিনে শহীদ পরিবারের সদস্যরা এখানে আসেন এবং নতুন প্রজন্মের সাথে কিছু সময় কাটান, শহীদ বুদ্ধিজীবীদের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন এবং এভাবেই নতুন প্রজন্মকে সব সময় আমরা মুক্তিযুদ্ধের সাথে সংযুক্ত রাখি। ১৯৭১ সাল আমাদের গর্বের উৎস আর ৩০ লক্ষ মানুষ যারা আত্মোৎসর্গ করেছেন তারা সবসময় আমাদের স্মৃতিতে আমাদের মননে আছেন। দেশের জন্য যারা জীবন দেন তাদের মৃত্যু মহিমান্বিত, তারা মৃত্যুঞ্জয়ী। পরিশেষে উপাচার্য, চৌধুরী মাইনুদ্দিন, আশরাফুজ্জামানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা এবং সকল যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি দাবী জানান।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার সন্ধ্যায় স্মৃতি চিরন্তন প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের প্রদীপ প্রজ্জ্বলন ও স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)
মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার সন্ধ্যায় স্মৃতি চিরন্তন প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের প্রদীপ প্রজ্জ্বলন ও স্মৃতি চারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)