ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ (Gha)-ইউনিটের ১ম বর্ষ ¯œাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ ৯ নভেম্বর ২০১৫ সোমবার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ দুপুরে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এসময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ঘ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর ২০১৫ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু মোট ৯০ হাজার ১৩১জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৬২ হাজার ৭৮জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৬ হাজার ১৭১জন উত্তীর্ণ হয়েছে। ঘ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৪৬৫টি (বিজ্ঞান: ১০৫২টি, মানবিক: ৪৮টি এবং ব্যবসায়: ৩৬৫টি)। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac. ওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
ফলাফলের পরিসংখ্যান নি¤œরূপ :
১। আবেদনকারীর সংখ্যা : ৯০,১৩১
২। অংশগ্রহণকারীর সংখ্যা : ৬২,০৭৮ (বিজ্ঞান: ৩২,৯৯৫,
মানবিক: ৯,৫৬৩, ব্যবসায়: ১৯,৫২০)
৩। অনুপস্থিত : ২৮,০৫৩
৪। পাশের সংখ্যা (সম্মিলিত) : ৬,১৭১ (বিজ্ঞান: ২,৮৮৫,
মানবিক: ১,৭৪৭, ব্যবসায়: ১,৫৩৯)
৫। অনুত্তীর্ণ : ৫৫,৯০৭
৬। পাশের হার (সম্মিলিত) : ৯.৯৪% (বিজ্ঞান: ৮.৭৪%,
মানবিক: ১৮.২৭%, ব্যবসায়: ৭.৮৮%)
পাশকৃত শিক্ষার্থীদের আগামী ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০১৫ পর্যন্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়