এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত আর্টিক্যাল ২০(১)(কে) এবং প্রথম সংবিধির সেকশন ৪৬(২)(ডি) অনুযায়ী সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা https://reggrad.du.ac.bd ওয়েব সাইটে দেখা যাবে।
কোন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের তথ্য ভোটার তালিকায় সঠিকভাবে না থাকলে বা বাদ গিয়ে থাকলে বা তালিকায় সন্নিবেশিত হওয়া উচিত নয় এমন কারো নাম তালিকায় সন্নিবেশিত হয়ে থাকলে তা সম্পর্কে আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে রেজিস্ট্রারের নিকট লিখিত আবেদন দাখিল করা যাবে অথবা reggrad@du.ac.bd এই ই-মেইলে সংশোধন/সংযোজন তথ্য প্রেরণ করা যাবে। উক্ত তারিখের পর কোন প্রকার আপত্তি গ্রহণ করা হবে না। নিদিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল আপত্তি বিবেচনা ও নিষ্পত্তিক্রমে চূড়ান্ত ভোটার তালিকা ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ০১-০৭-২০২২ তারিখ থেকে ০২-১০-২০২২ তারিখ পর্যন্ত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে যারা নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করেছেন তাদের মধ্যে কারো কারো ফলাফল ৩০ জুন, ২০১৯ তারিখের পরে প্রকাশিত হয়েছে, কেউ কেউ সার্টিফিকেট দেননি, অন্য বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়েছেন, ৩/৬ মাসের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট দিয়েছেন যেগুলো বিধি সম্মত নয়। তাদের সাথে মোবাইল ও চিঠির মাধ্যমে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে তা নিষ্পত্তির জন্য অনুরোধ জানানো হলেও যারা তা নিষ্পত্তি করেননি তাদের তালিকাও ওয়েব সাইটে দেখা যাবে।
আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকলে সে সম্পর্কে সঠিক তথ্য অত্র অফিসকে জানানোর জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ করা যাচ্ছে।
প্রয়োজনবোধে প্রাথমিক ভোটার তালিকা ১২,০০০/- (বারো হাজার) টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে।
স্বাক্ষরিত/-
প্রবীর কুমার সরকার
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
ঢাকা বিশ্ববিদ্যালয়