মাননীয় উপাচার্যের নির্দেশনায় সরকার ঘােষিত সর্বাত্মক লকডাউন অনুযায়ী করােনা ভাইরাস (Covid-19 Pandemic)-এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ২৪-৩০ মে, ২০২১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে, বিশ্ববিদ্যালয়ের প্রয়ােজনে সকল অফিসের জরুরি কার্যাবলী সীমিত আকারে সম্পাদিত হবে।
জরুরি পরিসেবাসমূহ যেমন: পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, ইন্টারনেট সেবা, পরিকল্পনা ও উন্নয়ন অফিস, নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে। এই সময়ে সংশ্লিষ্টদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরােধ করা হচ্ছে।
উক্ত সময়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য অনুরােধ জানাচ্ছি।
উল্লেখ্য, যারা দায়িত্বপ্রাপ্ত নন বিশ্ববিদ্যালয়ের এমন সকল শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীকে লকডাউনকালে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে, কেউ কর্মস্থল এবং ঢাকা ত্যাগ করতে পারবেন না। বহিরাগত কাউক ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরােধ করা হলাে।
-------------
স্বাক্ষরিত/-
রেজিস্ট্রার
ঢাকা বিশ্ববিদ্যালয়