ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (NID) নেই তাদের দ্রুত NID প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (TSC) ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিয়েছে।আগামী ৭ অক্টোবর, ২০২১ তারিখ থেকে ১৪ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই নিবন্ধনের কাজ চলবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিম্নলিখিত নিয়মাবলি অনুরসণ করতে হবে:
১। শিক্ষার্থীদের প্রথমেই https://services.nidw.gov.bd/new_voter ওয়েব লিংকে গিয়ে বর্ণিত ধাপসমূহ সম্পন্ন করে অনলাইনে একটি ভোটার নিবন্ধন ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরমটি (ফরম-২) পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে হবে। ফরমটি পূরণের সময় নিম্নলিখিত বিষয় দুটি অবশ্যই খেয়াল রাখতে হবে:
ক) ফরমে বর্তমান ঠিকানার স্থানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিকানা (যে শিক্ষার্থী যে হলের আবাসিক/অনাবাসিক/সংযুক্ত (Attached) সেই হলের ঠিকানা) ব্যবহার করতে হবে।
খ) ফরম পূরণের সময় বর্তমান ঠিকানার পাশে “এই ঠিকানায় ভোটার” বা “Voter at this Address” চেক বক্সে টিক চিহ্ন প্রদান করতে হবে (স্থায়ী ঠিকানার পাশে নয়) ।
২। ডাউনলোডকৃত ফরমটি প্রিন্ট করে এর ৩৪ ও ৩৫ নং ঘরে শনাক্তকারী এবং ৪০, ৪১ ও ৪২ নং ঘরে যাচাইকারীর স্থানে সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষকদের নাম, পদবী ও NID-নং সম্বলিত সিল এবং স্বাক্ষর নিতে হবে। এজন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট হল অফিসে যোগাযোগ করতে হবে। এই স্বাক্ষর ও সিল ব্যতীত রেজিস্ট্রেশন করা যাবে না।
৩। আবাসিক শিক্ষকের স্বাক্ষর নেয়ার পর https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় গিয়ে প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি ব্যবহার করে লগইন করে শিক্ষার্থীর প্রোফাইলের বামদিকের ‘Dashboard’ মেন্যুতে ক্লিক করে “NID-এর জন্য নিবন্ধন করুন” সেকশনে “আমি ইতোপূর্বে নির্বাচন কমিশন অফিসে NID-এর আবেদন জমা দেইনি” অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে এসএমএস এর মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে আসার তারিখ জানিয়ে দেয়া হবে।
৪। ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে শিক্ষার্থীদের অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টসমূহ সাথে নিয়ে আসতে হবে:
ক) মাধ্যমিকের সনদের কপি
খ) অনলাইন জন্ম সনদের কপি; মূলকপি সাথে থাকতে হবে।
গ) পিতা এবং মাতার NID-এর কপি
ঘ) বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড (ডিজিটাল আইডি কার্ড অথবা হলের আইডি কার্ড)-এর ফটোকপি; মূল কার্ড অবশ্যই সাথে থাকতে হবে।
ঙ) পাসপোর্টের কপি (যদি থাকে)
চ) বিবাহিতদের ক্ষেত্রে স্বামী/স্ত্রী-এর NID-এর কপি
৫। যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে উপজেলা/থানা পর্যায়ের নির্বাচন কমিশন অফিসে NID-এর আবেদনপত্র জমা দিয়েছেন কিন্তু NID নম্বর পাননি তাদের করণীয় নিম্নরূপ:
ক) শিক্ষার্থী যদি ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করে থাকেন, তাহলে https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় গিয়ে প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি ব্যবহার করে লগইন করে তার প্রোফাইলের বামদিকের ‘Dashboard’ মেন্যুতে ক্লিক করে “NID-এর জন্য নিবন্ধন করুন” সেকশন থেকে “আমি উপজেলা/থানা নির্বাচন কমিশন অফিসে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করেছি কিন্তু NID নম্বর পাইনি” অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এই তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ে শিক্ষার্থীদের NID প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবে।
খ) শিক্ষার্থী যদি ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান না করে থাকেন, তাহলে তাদের নতুন করে ভোটার নিবন্ধন ফরম পূরণ করতে হবে এবং এক্ষেত্রে উপরে ১ থেকে ৩-এ উল্লেখিত নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে, ৩ নং ধাপে “NID-এর জন্য নিবন্ধন করুন” সেকশনে “আমি ইতোপূর্বে নির্বাচন কমিশন অফিসে NID-এর আবেদন জমা দিয়েছি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করিনি” অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে তার পূর্বে জমা দেয়া আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে।
[বি:দ্র: তথ্য গোপন করে দুইবার ভোটার হলে তা ফৌজদারী অপরাধ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের আইন অনুযায়ী এই অপরাধের জন্য ৬ মাসের জেল ও দুই হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।]