গত ২৯ মে ২০২০ শুক্রবার তারিখে জারিকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস বিজ্ঞপ্তির ক্রমধারায় আদিষ্ট হয়ে সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
১। বিশ্ববিদ্যালয়ের জরুরি দাপ্তরিক কাজে যে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তার দরকার হবে রেজিস্ট্রার/সংশ্লিষ্ট অফিস প্রধান/শাখা প্রধান অফিসে আসার জন্য বললেই শুধুমাত্র নিজ অফিসে আসবেন; অন্যথায় নয়। সবাই নিজ নিজ বাসায় অবস্থান করবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ রাখবেন।
২। বিশ্ববিদ্যালয় শিক্ষক/গবেষকদের গবেষণাকর্মে সহায়তা, অনুষ্ঠিত পরীক্ষাসমূহের
ফলাফল চূড়ান্তকরণ ও প্রকাশ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাদি যেমন- কম্পিউটার ল্যাব/গবেষণাগার/জাদুঘর রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিন/চেয়ারম্যান/পরিচালক যে কর্মকর্তা/কর্মচারীকে অফিসে আসতে বলবেন শুধুমাত্র তিনিই আসবেন। অন্যরা নিজ নিজ বাসায় অবস্থান করবেন। উলেখ্য, অনুষদ/হল/বিভাগ/ইনস্টিটিউট-এর অফিস শুধুমাত্র অতি প্রয়োজনে খুলতে হবে; নিয়মিত নয়।
৩। কর্মঘন্টা শিথিলযোগ্য। জরুরি দাপ্তরিক কার্যাবলি সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে সমাপ্ত করা বাঞ্চনীয়।
(মো. এনামউজ্জামান )
রেজিস্ট্রার
ঢাকা বিশ্ববিদ্যালয়