আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, ২০১৭ ও ২০১৮ সনের বিবিএ (সম্মান) পরীক্ষায় মার্কেটিং বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ এবং মার্কেটিং বিভাগ ব্যাতীত বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগের মধ্যে ফিন্যান্স এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী নিম্নোক্ত শিক্ষার্থীদের প্রত্যেককে এককালীন ১০,০০০/দশ হাজার) টাকা হারে “আবদুল্লাহ ফারুক স্মারক বৃত্তি” মঞ্জুর করা হয়েছে ।
১। Jannatul Fardues Airin
বিবিএ (সম্মান), মার্কেটিং বিভাগ
পরীক্ষার রােল-৭৪, পরীক্ষার সন--২০১৭
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
২। Shahedul Hasan
বিবিএ (সম্মান), মার্কেটিং বিভাগ
পরীক্ষার রােল-১৫০, পরীক্ষার সন-২০১৮
বিজয় একাত্তর হল
৩। Muhammad Farid Hossain Patwary
বিবিএ (সম্মান), ফিন্যান্স বিভাগ
পরীক্ষার রােল-২০-০৪৫, পরীক্ষার সন-২০১৭
হাজী মুহম্মদ মুহসীন হল
৪। Md Akidur Rahman
বিবিএ (সম্মান), একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
পরীক্ষার রােল-২১০০৩, পরীক্ষার সন-২০১৮
সলিমুল্লাহ মুসলিম হল।
বিঃ দ্রঃ পরবর্তী সময়ে কোনরূপ ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা যথাযথ সংশােধন সাপেক্ষে এই বৃত্তি মঞ্জুর করা হলাে।
------------
স্বাক্ষরিত-
ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৪)
ঢাকা বিশ্ববিদ্যালয়